প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:২০ এ.এম
চীনা অভিনেতার রহস্যময় মৃত্যু

চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং মারা গেছেন। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ এ সুপারস্টার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চীনের বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় ইউ মেংলং-এর।
অভিনেতার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টিমের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মারা গিয়েছেন। পুলিশ অপরাধমূলক বিষয় খারিজ করে দিয়েছে। আমরা ওর আত্মার শান্তি কামনা করি এবং আশা করছি প্রিয়জনেরা ওকে ভালোবাসায় মুড়ে রাখবেন।
জানা যায়, ৯ সেপ্টেম্বর এক বন্ধুর বাড়ি পাঁচ-ছ'জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খাবার খেয়েছেন মেংলং। দুই দিন ওখানেই ছিলেন। ১১ সেপ্টেম্বর রাত প্রায় ২টায় ভেতর থেকে নিজের রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যান। ভোর ৬টায় ঘুম থেকে উঠে অভিনেতাকে দেখতে পাননি। তারা ভাবেন, মেংলং এখনও ঘুম থেকে উঠেননি। বাড়ির নিচে নামার পর বন্ধুর মৃতদেহ দেখতে পান তারা।
এদিকে ওই বাড়ির এক প্রতিবেশি বলছেন, সকালে পোষ্য নিয়ে নিচে হাঁটতে বেরোলে প্রথম তিনি মৃতদেহ দেখতে পান। এরপরই দ্রুত পুলিশে খবর দেন। তারপরই মৃতের বন্ধুরা জানতে পারেন মৃত্যুর খবর।
প্রাথমিক অবস্থায় পুলিশ এ ঘটনাকে অপরাধমূলক ঘটনা নয় বলে জানায়। তবে অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বরং দানা বেঁধেছে রহস্যের। মর্মান্তিক এ ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho