
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না। শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অথবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পর আরও পাঁচ বছর অপেক্ষা করতে ছাত্র-জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি।
বক্তব্যের শুরুতে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-৩ এর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফুয়াদ কথা বলেন। নির্বাচনি এলাকার উন্নয়নে তার বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেন তিনি।
পরে জাতীয় রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে বিএনপিসহ কয়েকটি বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। এ নির্বাচনে মূলত রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখল, সন্ত্রাসের পরাজয় ঘটেছে। বর্তমান প্রজন্মের এ মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যতে বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে।
জুলাই সনদ প্রশ্নে ফুয়াদ বলেন, কিছু কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে। আমার প্রশ্নÑদেশ এখন কি সংবিধান অনুযায়ী চলছে? এরই মধ্যে সংবিধানের অন্তত ৫০টি ধারা লঙ্ঘন করা হয়েছে। তখন তারা কেন সংবিধানের কথা বলেনি?
তিনি বলেন, প্রয়োজন হলে জাতীয় সরকার গঠন অথবা হ্যাঁ-না ভোট দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন করে এরপর জাতীয় নির্বাচন হতে হবে। তা না হলে আমরা নির্বাচন মানব না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি। সূত্র-যুগান্তর
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho