প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৪:১২ পি.এম
দক্ষিণ কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া মিনার মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে । ইকুরিয়া মোহাম্মদীয়া
ইসলামিয়া দাখিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে এই আয়োজন করা হয় ।ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসুলের শানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জাকির হোসেন, সাইদুর রহমান, মেজবাহ উদ্দিন, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, হাজী মোহাম্মদ হানিফ মিয়া, হাজী মোর চান, মোহাম্মদ খালেকুজ্জামান, মিজানুর রহমান, আজি মাসুদ আলম স্বাধীন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মোরশেদ আলম ।
আলোচনা সভা শেষে মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মাদ্রাসার শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সমাজে অন্যায় ,অত্যাচার, জুলুম, নির্যাতন ,দুর্নীতি বন্ধ করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করে সুন্দর জীবন যাপন করতে হবে। রাসূলের জীবনী বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন হবে। সর্বোপরি দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণের জন্য অবশ্যই কোরআন হাদিসের আলোকে পরিবার ও সমাজ গঠন করতে হবে । বর্তমান মাদ্রাসা শিক্ষায় অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে । এলাকার মানুষ তার সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় বেশি বেশি ভর্তি করছেন ।
তাই আসুন, সত্য ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ গঠনে নিজের ও সন্তানদের এবং পরিবার ও অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে রাসূলের আদর্শ মত চলার চেষ্টা করি । আমাদের বেশি বেশি অধ্যয়ন করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, মাদ্রাসা গুলোকে সার্বিক উন্নয়নে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে এলাকার সকল ধর্মপ্রাণ এবং সমাজসেবী ভাই-বোনদের এগিয়ে আসা উচিত।
অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবাই মিলে সহযোগিতা করে একটি আধুনিক মাদ্রাসায় রূপান্তরিত করার চেষ্টা করা দরকার আমাদের সকলের। উক্ত অনুষ্ঠানে, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল সহ ইসলামী সংগীত পরিবেশন করেন।মাদ্রাসার অভিভাবকরা বলেন, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার ধনাঢ্য ব্যক্তি ও দান বীরদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। তাহলে এলাকার অসহায় দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে, হাজী জাকির হোসেন বলেন, ধর্মীয় শিক্ষা, মসজিদ মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন ও হাফেজ দের বিভিন্ন কল্যাণমূলক কাজে তিনি সার্বিক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, হাজী মোঃ মোরশেদ আলম অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকল অতিথিবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho