
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে ৫ রাউন্ড গুলি চালিয়ে মধ্যরাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুনের হুমকি দিয়ে হামলাকারীরা দিয়েছেন সতর্কবার্তাও। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে অপমানজনক মন্তব্য করার জেরে এ হামলার শিকার হয় দিশার আবাসস্থল। হামলার উদ্দেশ্য অভিনেত্রী দিশার বড় বোন সেনা কর্মকর্তা মেজর খুশবু পাটানিকে সতর্ক করা।
ধর্মীয় সভায় ওই দুই ধর্মগুরু জানান, বিয়ের আগে ২৫ বছরের নারীরা লিভিং রিলেশন করে নিজেদের অসম্মান করছেন, মুখে চুলকানি দিচ্ছেন। এ বিষয়টিকে নারীর জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন খুশবু। খুশবুর যুক্তি, নারীদের পাশাপাশি পুরুষদেরও ক্ষেত্রেও এ অবমাননাকর শব্দ প্রয়োগ করা উচিত ছিল। কেননা বিয়ের আগে লিভিং রিলেশন খারাপ হলে শুধু নারী নয়, পুরুষ প্রসঙ্গেও এমন মন্তব্য করা উচিত। যা ওই ধর্মগুরু করেননি।
উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে মা, বাবা আর বড় বোনকে নিয়ে থাকেন অভিনেত্রী দিশা পাটানি। হঠাৎ মধ্যরাতে বাড়িতে হামলা ও গুলিবর্ষণে আতঙ্কিত তার পরিবার। অপরাধীদের ধরতে এরইমধ্যে পুলিশি তদন্তে পাঁচটি দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho