
যশোর অফিস
যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী ইসলাক হোসেনকে ( ৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর সদর উপজেলার তালবাড়িয়া ফুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসলাক হোসেন যশোর সদর উপজেলা শালীয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বহুল আলোচিত ইসলাক অস্ত্র গুলি নিয়ে ফুলতলা বাজারে অবস্থান করছে। এরপর এসআই অসীমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলাককে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, সন্ত্রাসী ইসলাকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে। আজ অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা দায়ের করা হবে এবং ওই মামলায় তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho