প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:২৯ এ.এম
ধর্ষণের অভিযোগ নিয়ে খুললেন অভিনেতা

ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেফতার হন। এই টানাপোড়েনের পর প্রথম নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে আশিস এই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এবং তার অনুভূতির কথা জানিয়েছেন।
সম্প্রতি ধর্ষণের অভিযোগের পর পুনে থেকে আশিস কাপুরকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সম্প্রতি দিল্লির তিস হাজারী আদালত তার জামিন মঞ্জুর করেন।
এই ঘটনা প্রসঙ্গে আশিস বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।’
আশিসের বিশ্বাস যে, এই ঘটনা আরও এক বার প্রমাণ করল যে, সত্যেরই জয় হয়। আসল ঘটনা সব সময়েই দিনের আলো দেখতে পায়।
তার কথায়, ‘এই কঠিন সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এই দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করে।
'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী'-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho