
দেশের শীর্ষ জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে অভিনেতা শওকত আলী তালুকদার নিপু তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।
জনপ্রিয় এই অভিনেতার বাবা বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।
শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুরে রওয়ানা হয়েছে নিপুর পরিবার। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তারা তিন ভাই ও এক বোন।
তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ইত্যাদির নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে। ---আরটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho