প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১২ এ.এম
আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। টেবিলে আলোচনার পাশাপাশি মাঠে আন্দোলন সবিরোধিতা। কেউ কেউ বলছেন নির্বাচনে ইসলামের জন্য একটা বাক্স হবে, এটা ইসলামের বাক্স নয়, রাজনীতির বাক্স। এভাবে বিভক্তি ঠিক নয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভাজন সৃষ্টি করতে চাই না। আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসা করতে চাই না। আমরা বিভক্তি নয় ঐক্য চাই।
কেউ নিজেকে জুলাইয়ের একক ধারক বাহক ভাবলে বিভক্তি তৈরি হবে। বিভক্তি নয়, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য চাই। আমরা জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সম্মান করি তবে জুলাই নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
আর কখনো ফ্যাসিবাদী আওয়ামী লীগের উত্থান হতে দেয়া হবে না-এ কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই। আওয়ামী লীগ কোনো দিন গণতন্ত্রের পক্ষে কাজ করে নাই। আওয়ামী লীগ এতদিন যাদের জন্য কাজ করেছে এখন সেখানেই আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে কেউ যেন ভিনদেশীদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সেজন্য আলেমরা পরামর্শ দিবেন।২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন জুলাই অভ্যুত্থানের সোপান তৈরি করেছিল বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। --সময় সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho