প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৪:১৪ পি.এম
ভারতের মুখোমুখি হবে পাকিস্তান, ম্যাচের আগে মনোবিদ নিয়োগ

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচের আগে চাপ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়াতে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ, বাড়তি উত্তেজনা। চলতি এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা, দুদলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি উত্তাপ।
এদিকে সাম্প্রতিক পারফরম্যান্সটা ঠিকঠাক যাচ্ছে না পাকিস্তানের। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। তার ওপর হ্যান্ডশেক নিয়ে হতে হয়েছে অপদস্ত। সে জবাব তারা দিতে চায় মাঠের পারফরম্যান্সে। তাই দলকে চাঙ্গা করতে এবং একই সঙ্গে বড় ম্যাচের আগে চাপ নিরসন করতে ক্রিকেটারদের জন্য মনোবিদ দিয়েছে পিসিবি। পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে ড. রাহিল করিমকে। খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে অনেক দলের সঙ্গে কাজ করেছেন।
দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারেন সেটা নিয়ে কাজ করবেন ড. রাহিল। ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে যখন মাঠে তীব্র চাপ অনুভব করবে; তার সেশনে সেসব নিয়ে কাজ হবে।
আরও স্পষ্ট করলে, রাহিল মূলত কাজ করবেন ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে সবসময় বাড়তি চাপ কাজ করে। এ ম্যাচে তারা যাতে উদ্বিগ্ন হয়ে না পড়েন, বাইরের শব্দে যেন মনোযোগে বিঘ্ন না ঘটে এবং চাপকে যেন পারফরম্যান্সে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে দিকনির্দেশনা দেবেন রাহিল।
দুই প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho