প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৩:৩৩ পি.এম
বকশীগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে আপন বোনের সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ নিলক্ষিয়া ইউনিয়নে হত্যার চেষ্টা ও মারধরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আপন ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজির বিরুদ্ধে আপন বোন স্বপ্না বেগম ।
আজ মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নিলখিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে বক্তব্যে স্বপ্না বেগম বলেন, নিলখিয়া ইউনিয়নের জানকিপুর মৌজায় আমার আপন ভাই এডভোকেট ইসমাইল হোসেন সিরাজির জমির পাশেই আমার কবলাকৃত ৪০ শতাংশ জমি রয়েছে। আমার ভাই তার জমিতে বর্গাদারদের দিয়ে আমাদের জমির আইলসহ কেটে নিলে আমার স্বামী মো: মিল্লাত মিয়া বর্গাদারকে বললে সে আমার ভাইকে মিথ্যা কথা বলে ডেকে আনে এতে আমার ভাই সিরাজী আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে শুরু করে। গালিগালাজের একপর্যায়ে আমার স্বামীর আপন ছোট দুই ভাই গালিগালাজ করতে বাধা নিষেধ করলে আরো ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় । পরে আমার ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজি নিজেই বাদি হয়ে উল্টো আমার স্বামী ও দেবরদের আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
ভুক্তভোগী স্বপ্না বেগম বলেন, গত ১০ই সেপ্টেম্বর তারিখে আমার ভাই তার স্ত্রীর মাধ্যমে তার বাসায় ডেকে নিয়ে আমার স্বামীর ঘরসংসার ছাড়ার কথা বলে এতে আমি না করলে আমার ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজি আরো ক্ষিপ্ত হয়ে আমাকে বলে তকে মেরেফেলে তর স্বামীকে ও তার ছোট ভাইদের ফাঁসিয়ে দিব এই কথার প্রতিবাদ করলে আমার ভাই আমাকে চড়থাপ্পড় মারে এবং আমাকে মেরেফেলার উদ্দেশ্য আমার গলা চেপে ধরে। একপর্যায়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরো বলেন, আমি গত ২১ সেপ্টেম্বরে জামালপুর কোর্টে মামলা করতে গেলে আমাকে মারার হুমকি দেয় ও কোর্ট প্রাঙ্গনেই আমাকে হেনস্তা করে কোর্ট থেকে বের করে দেয়। এবংকি গত কাল ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার মামলার ৪ নাম্বার স্বাক্ষীকে বাদি করে আরেক একটি মামলা দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য, সে এখনো আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ও সে একজন আইনজীবী সেই প্রভাবখাটিয়ে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ন্যায় বিচার আশা করে বলেন, আমি আইনের সহায়তা চাই, জুলুমবাজ অপশক্তির হাত থেকে তার পরিবার বাঁচতে চায় । এসময় তার পাশে ছিলেন তার স্বামী মিল্লাত ও দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন প্রমুখ।
এ বিষয়ে অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের আশ্রয় নিয়েছি। যা কিছু হবে আইনের মাধ্যমেই হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho