প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮:২৮ পি.এম
রাণীশংকৈলে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, মেলেনি তেমন অভিযোগের প্রমাণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা তেমন বড় ধরণের কোন অনিয়ম পাইনি বলে জানান।
দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী জানায়, বাজার মূল্যে জমি রেজিস্ট্রি না করার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অসাধু ব্যক্তিরা উচ্চমূল্যের জমি কম মূল্যে দলিল করে সুবিধা নিচ্ছে। পৌরসভার জমির দলিল করার সময় আয়কর প্রত্যয়ন পত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি দলিলে আয়কর প্রত্যয়ন পত্র পাওয়া যায়নি। এছাড়াও বায়না নামা রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি।
এবিষয়ে রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার মো. নাহিদুল ইসলাম বলেন, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। দলটি অফিসে আসা সেবাপ্রার্থী, অফিস স্টাফসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রত্যেকটি কাজ গুরুত্বসহকারে করে থাকি। আর দুদক যে অনিয়মের কথা বলেছে তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho