প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:২৬ এ.এম
পিঠ বাঁচিয়ে আর রাজনীতি করা যাবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম মন্তব্য করেছেন পিঠ বাঁচিয়ে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দলটির সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাংলামোটরে বক্তৃতা করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকারে ‘বিতর্কিত’ বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় সারজিস বলেন, ‘আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। কিন্তু বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, এজেন্সির হাত ধরে কেউ যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে সেই আশা পূরণ হবে না। সবকিছুর জবাব নেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা পরোক্ষভাবে কথা বলা পছন্দ করি না। আমরা জানতে চাই: ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি ক্ষমতায় আসতে চায় কি না।’
এনসিপির এ মুখ্য সংগঠক দৃঢ়ভাবে বলেন, ‘গণ-অভ্যুত্থান শুধু দেশের ভেতরের স্বৈরাচারের বিরুদ্ধে নয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধেও হয়েছে। ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।’
বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচার দাবি করেন। তারা বলেন, প্রবাসে রাজনৈতিক কর্মীদের ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এই হামলা দেশের অভ্যন্তরের রাজনৈতিক সহিংসতাকে বিদেশে ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho