
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানো হয়।
এ সময় বিজিবির টহলদল তাদের নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। তারা ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হন। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বর্তমানে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho