প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:২১ পি.এম
কুকসু’র গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

কুবি প্রতিনিধি, শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) এর গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৬ তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমরা আজ সিন্ডিকেট সভায় কুকসু'র গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছি। চিঠি পাওয়ার দিন থেকে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তারা কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবেন।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho