প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৪৮ পি.এম
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কেরানীগঞ্জ শাখার কর্মশালার আয়োজন
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
আইএফআইসি "সমৃদ্ধ নারীর উদ্যোক্তা" শিরোনামে কেরানীগঞ্জ শাখা আইএফআইসি ব্যাংক এর উদ্যোগে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয় । ব্যাংক কার্যালয়ে এই কর্মশালায় স্থানীয় বিভিন্ন পেশায় নিয়োজিত নারীর উদ্যোক্তারা অংশগ্রহণ করেন । আইএফআইসি ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তা ও নারী ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং আলিশা ট্রেডিং এর স্বত্বাধিকারী জাহানারা আক্তার শিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের প্রবীণ সাংবাদিক বার্তা কন্ঠ ঢাকা ব্যুরো চীফ ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি কেরানীগঞ্জ প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদ আহমেদ। কর্মশালায় উপস্থিত ছিলেন, ব্যাংকের লোন অফিসার রঞ্জন কুমার সাহা সোহরাব হোসেন, মার্কেটিং এন্ড সেলস অফিসার মোঃ পাভেল মিয়া প্রমূখ।
উক্ত নারী উদ্যোক্তা কর্মশালয় কেরানীগঞ্জের নারী প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে ১০ জন নারী উদ্যোক্তা ও সফল নারী ব্যবসায়ীকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় ।প্রধান অতিথির বক্তব্যে নারী উদ্যোক্তা জাহানারা আক্তার শিলা বলেন, আমাদের সবাইকে পরিবারকে সহযোগিতা করার জন্য ছোট থেকে মাঝারি আকারের সাধ্যমত ব্যবসা-বাণিজ্যের মধ্যে বিনিয়োগ করে স্বাবলম্বী হতে হবে। নারীদের মানানসই যে সমস্ত ব্যবসা রয়েছে সেই সমস্ত ব্যবসা করেও নারীরা স্বাবলম্বী হয়ে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। এইজন্য প্রয়োজন সততা কর্মনিষ্ঠ পরিশ্রম ও লক্ষ্য স্থির করা। তাহলে ধীরে ধীরে আমাদের চারিদিকে আর্থিক সমস্যাগুলো আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। তাই ব্যাং যে সাপোর্ট দিবে সেই সাপোর্ট কে সঠিকভাবে কাজে লাগিয়ে দেনা পরিষদের পাশাপাশি নিজেদের লাভবান হওয়ারও সুযোগ রয়েছে।
আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদ আহমেদ বলেন, নারীদের দক্ষতা ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক সারাদেশের মতো কেরানীগঞ্জ নারীদের সমৃদ্ধশালী এবং দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আমরা একটি পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। ইতিমধ্যেই অনেকেই ব্যাংক থেকে সাপোর্ট নিয়ে স্বাবলম্বী হয়েছেন। তাই আইএফআইসি ব্যাংক একটি সামাজিক ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে দেশের নারী সমাজ নানাভাবে উপকৃত হচ্ছেন। তিনি আরো বলেন, যারা এই কর্মশালায় উপস্থিত হয়েছেন এবং আজকের প্রশিক্ষণ নিলেন তারা আগামীতে দেশ গড়তে এবং অর্থনৈতিক উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করবেন।
বিশেষ অতিথি বক্তব্যের বিশিষ্ট সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন বলেন, পরিবারকে সচ্ছলতার দিকে এগিয়ে নিতে হলে নারী পুরুষ উভয়েরই সমঝোতার ভিত্তিতে আত্মনির্ভরশীল হতে হবে।
সময়কে কাজে লাগিয়ে ব্যবসা বান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। পরিবারের সবার সাথে সমন্বয় করে নারীরা তাদের পছন্দের ব্যবসা-বাণিজ্য করে এগিয়ে যেতে পারবেন। সংসারে সচ্ছলতা এবং আর্থিক সমস্যা দূর করার জন্য ঘরে বসে থেকে নয় ছোট ছোট ব্যবসার উদ্যোগ নিলে প্রতিদিন সামান্য হলেও কিছু আয় রোজগার হবে। তাই সবাই নিজের উন্নয়ন, পরিবারের উন্নয়ন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য দক্ষতার সাথে ব্যবসা বাণিজ্য করলে অবশ্যই সফলতা আসবে। অনুষ্ঠান শেষে বিশিষ্ট যাদু শিল্পী ইমন কর্মশালায় আগত নারী উদ্যোক্তাদের ও ব্যাংক কর্মকর্তাদের জন্যে ম্যাজিক শো পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho