ইংল্যান্ড সফরের ব্যর্থতার জের ধরে বাদ পড়েছেন করুণ নায়ার। সেই সিরিজে স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণও বাদ পড়েছেন। দুলীপ ট্রফি এবং অস্ট্রেলিয়া 'এ'র বিপক্ষে ভালো করায় দলে ফিরেছেন দেবদূত পাড়িক্কাল।
আগারকার জানিয়েছেন, স্কোয়াডে তৃতীয় ওপেনারের প্রয়োজন না থাকায় ঈশ্বরণ বাদ পড়েছেন। সরফরাজ খানের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে জানান, এই ডানহাতি ব্যাটার এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি।
ভারতের এই প্রধান নির্বাচক জানান, ইংল্যান্ড সফরে নায়ারের কাছে প্রত্যাশা আরও বেশি ছিল। কিন্তু চার টেস্টে মাত্র একটি অর্ধশতক হাঁকাতে পেরেছেন তিনি। ফলে বলা যায়, ৩৩ বছর বয়সী নায়ার ভারতের হয়ে তার শেষ টেস্টটি খেলে ফেলেছেন।
এদিকে, সব জল্পনা পেছনে ফেলে স্কোয়াডে আছেন জসপ্রিত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে শঙ্কা থাকলেও এই ফাস্ট বোলার দুটি টেস্টই খেলতে চান বলে জানিয়েছেন আগারকার। এদিকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার করে ভারতকে সমতায় ফেরানো আকাশদীপও জায়গা পাননি ১৫ সদস্যের স্কোয়াডে। বুমরাহর সঙ্গী হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা।
আগামী ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ১০ অক্টোবর থেকে অরুন জেটলি স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্টটি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শণ, দেবদূত পাড়িক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহঅধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, এন. জগদেশান (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।