প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:১৯ পি.এম
সিরাজগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় বুদ্দু সেখ (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ী গ্রামের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বুদ্দু সেখ ওই গ্রামের মৃত নায়েব আলী সেখের ছেলে। স্থানীয়রা জানান, রাতের দিকে গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের ভাতিজা শরিফুল ইসলাম অভিযোগ করেন, কল রেকর্ডকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পর একই গ্রামের আবু শামা ও আব্দুল্লাহ তাকে মারধর করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতেই ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho