
রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিদ্যালয়ের খেলার মাঠে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। প্রিয় শিক্ষার্থীরা, লেখাপড়া শুধু পরীক্ষার জন্য নয়—মানুষ হওয়ার জন্য। সৎ, পরিশ্রমী ও নৈতিক জীবন গড়ে তুললেই তোমরা বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। মনে রেখো, তোমাদের সাফল্যই আমাদের গর্ব এবং দেশের সম্পদ।
অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ করবো—সন্তানদের প্রতি যত্ন নিন, তাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করুন, আবারও বলছি—মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ (ডিলার), সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য শাফায়েত আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho