প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৫৫ পি.এম
ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই, তবে আগে খুনি হাসিনার বিচার করতে হবে: জামায়াত নেতা

পাভেল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের আপত্তি নেই, তবে তার আগে খুনি হাসিনার বিচার করতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন- 'আমরা সাড়ে ১৫ বছর পুলিশের উৎপাতে পাতের ভাত খেতে পারিনি। আর মহান আল্লাহতালার কি বিচার, জুলুমবাজ শেখ হাসিনা রান্না করা ভাত ছেড়ে ভারতে পালিয়ে গেল। আমরা তো আপনাকে পালাতে বলিনি। ময়দানে থেকে আপনার সাথে মুখোমুখি লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু সে সাহস আপনার হয়নি। আপনি বারবার পালাবো না পালাবো না বলেও শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা দল নিজেদের ক্ষমতাসীন ভাবতে শুরু করেছে। কিন্তু তারা জনগণের ভাবনাকে মূল্যায়ন করতে চাচ্ছেনা। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং জনগণ যাকে চাইবে সেই ক্ষমতাসীন হবে।"
সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক।
সমাবেশের আগে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক জামায়াত নেতা-কর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কাছারি মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কাছারি মাঠে এসে সমবেত হলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho