
ওপার বাংলায় অনুষ্ঠিত হলো টালিউড সিনেমা ‘রক্তবীজ ২’–এর প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার খলনায়ক ‘মুনির আলম’ চরিত্রে কাজ করা অভিনেতা অঙ্কুশ হাজরা। আর তাকে ঘিরে উন্মত্ত হয়ে পড়েন নারী ভক্তরা; ঘটে হতাহতের ঘটনাও। শুক্রবার এই সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের অনেক তারকা। দর্শক ও ভক্তদের ভিড় সামলাতে আয়োজনের শুরু থেকেই টানটান উত্তেজনা দেখা যায়।
এমন সময়ে হাজির হন অঙ্কুশ হাজরা। আর তাকে দেখেই বেশ কয়েকজন নারী ভক্ত ঝাঁপিয়ে পড়েন। এই হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। ডান হাতের কব্জির উপরে হাত বোলাতে বোলাতে বললেন, ‘মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গেছে।’
খলনায়ককে দেখে মেয়েরা উন্মত্ত? প্রশ্ন করতেই হাসলেন অঙ্কুশ। বললেন, ‘নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।’
প্রদর্শনীতে উপস্থিত প্রসেনজিৎ জানান, বাংলা সিনেমার সবার জন্যই তিনি শুভকামনা করেন। মিমি চক্রবর্তী বাবাকে নিয়ে আসেন, আর নুসরাত জাহান জনপ্রিয় গান অর্ডার ছাড়া বর্ডার পাস–এর সাফল্যের খবরে সবাইকে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho