প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৫৫ পি.এম
রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ফোন উদ্ধার প্রকৃত মালিকদের হস্তান্তর

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির সূত্র ধরে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থানা থেকে ১৪টি, পাংশা মডেল থানা থেকে ১২টি, কালুখালী থানা থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি—মোট ১০৪টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলো যাচাই-বাছাই শেষে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম এ কাজে নিয়োজিত রয়েছে।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho