প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৩:২০ পি.এম
বিশ্ব নদী দিবসে শরণখোলায় রচনা প্রতিযোগিতা, প্লাস্টিক বর্জনে সুন্দরবন রক্ষার শপথ।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় নদী ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে" ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে খালেক একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল—“নদীকে দূষণমুক্ত করি, জীববৈচিত্র্যকে রক্ষা করি।”
অনুষ্ঠানে সংরক্ষণ টিমের সদস্য জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরণলখোলা উপজেলার লাল সবুজ সোসাইটির তাসমিয়া জাহান, বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, খালেক একাডেমির শিক্ষিকা আশা মনি প্রমুখ।
আয়োজকরা জানান, সুন্দরবনের নদী-খাল হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ভেসে যাচ্ছে। সংলগ্ন দোকানপাট থেকে ফেলা বর্জ্য, জেলে-বাওয়ালিদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী এবং ভ্রমণকারীদের ফেলে যাওয়া মোড়ক নদীতে জমে থেকে পানিদূষণ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
শিশুরা তাদের রচনায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে নদী ও বন রক্ষায় গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho