প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৩৯ পি.এম
আংশিক পিআর এর পক্ষে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন,পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে রয়েছে গণঅধিকার পরিষদ,তবে নিন্ম কক্ষে পিআর চায়না তারা। আংশিক পিআর এর পক্ষে রয়েছেন গণঅধিকার পরিষদ।
রোববার দুপুরে পৌর শহরের টিকাপাড়া এলাকায় দলটির নেতাকর্মীদের আয়োজনে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসানকে সংবর্ধনা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন,বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা তার প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে উচ্চ কক্ষ ও নিন্ম কক্ষে পিআর বাস্তবায়ন করাটা কঠিন বিষয়। তাই আমরা মনে করি নিম্ম কক্ষে আগের ধারায় আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরী।
জাতীয় পার্টির বিষয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন,আমরা বুঝতে পাড়েছি ভারত আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পাটিকে প্রধান বিরোধী দল বানাতে চায়। এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোষর লুকিয়ে আছে তারা ইতিমধ্যে ভারতীয় পরিকল্পনায় জাতীয় পাটির মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ শুরু করেছে।
প্রশানের বিভিন্ন স্থরে এখনো আওয়ামী লীগের লোক আছে উল্লেখ করে ফারুক হাসান বলেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন,পুলিশ প্রশাসন,সেনাবাহিনী সহ বিভিন্ন স্থরে এখনো আওয়ামী লীগের দখলে। এই সরকারের উপদেষ্টারাই বলে পুলিশ বাহিনীর ভিতরে ৮০% আওয়ামী লীগের লোক রয়েছে। প্রশাসনে ৭০ ভাগ আওয়ামী লীগের লোক। যে ব্যক্তি ২০১৮ সালের নির্বাচনে ইউএনও এর দায়িত্বে ছিলো সে এখন ডিসির চেয়ারে। তাহলে এসব ব্যক্তিদের যদি আগামী নির্বাচনের দায়িত্ব দেয়া হয় তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে।
এসময় জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho