
ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রাব্বানী ভূঁইয়া।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলার বাদী মেয়ের মা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালে আসামির সঙ্গে বিয়ে হয় বাদীর (৩৯)। তাঁদের দুটি মেয়ে সন্তান হয়। ২০২০ সালে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। দুই মেয়ে মাঝেমধ্যে বাবার কাছে ও মাঝেমধ্যে মায়ের কাছে গিয়ে থাকত। বড় মেয়ে (১৫) যখন বাবার বাড়িতে এসে থাকত, তখন বাবা তাকে ধর্ষণ করতেন। আত্মীয়স্বজনকে এ কথা বললে প্রথম অবস্থায় কেউ বিশ্বাস করেনি। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দুই বছর মেয়েটি ধর্ষণের শিকার হয়। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটলে মেয়ে তাৎক্ষণিক মাকে বিষয়টি জানায়। পরে ডাক্তারি পরীক্ষায় সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক স্বামীকে আসামি করে মেয়ের ধর্ষণের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, আদালতে ওই ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। বাবার কাছে যদি মেয়ের নিরাপত্তা না থাকে, তাহলে এ সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। --আরটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho