প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:২০ পি.এম
জামায়াতের সঙ্গে জোট নয়: হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি আর দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত দল। বিএনপির ভোট পরিকল্পনার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই।
দেশে বইছে নির্বাচনী হাওয়া, প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পারীক্ষা দিতে চলেছেন কেউ কেউ। নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (সাবেক) হাফিজ উদ্দিন আহমেদ সময় সং বাদকে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরইমধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।
জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির এ নেতা।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মোটামুটিভাবে আমাদের নিজস্ব তালিকা প্রস্তুত আছে। যারা এলাকাতে জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের নিয়ে ভালো ধারনা আছে এ ধরনের সৎ, ত্যাগী ও নিষ্টাবান নেতাদের বিএনপি মনোনয়নের দিকে অগ্রাধিকার দেবে বলে আমি ধারনা করছি।
তিনি আরও বলেন, ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের জন্য ছেড়ে দেবে। এরমধ্যে কারা কারা থাকবেন এখনও স্থির হয়নি আলাপ আলোচনা চলছে।
জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।
তিনি আরও বলেন, জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছেন তারা সরকার গঠন করবে আর বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো তবে সবকিছুর একটা সীমা থাকা উচিৎ।
এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। তিনি বলেন, কোনো প্রকাশে যদি সংসদে প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায়সোহাগা, যাই হোক সবার জন্য শুভ কামনা রইল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho