প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৫৯ পি.এম
মোংলায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর বিশেষ তৎপরতা

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে এবং স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
এ উদ্যোগের অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন দিগরাজ বাজার সংলগ্ন সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি, টহল কার্যক্রম এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত উদ্যোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন।
দুর্গাপূজা উপলক্ষ্যে নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় ও নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি টহল চালানো হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা পূজা চলাকালীন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির সংগঠকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho