প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৩৪ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর ঘটনায় ড্রাইভার গ্রেপ্তার
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও রাসেল মোল্যা হত্যা মামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ রাসেল মন্ডল (২০) নামে একজন ড্রাইভারকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার খদিরাম সরকার পাড়া প্রৌড় ৫ নং ওয়ার্ড গ্রামের আঃ সামাদ মন্ডলের ছেলে।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার সময় গোয়ালন্দ বাস স্ট্যান্ড এলাকা থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।সোমবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, নুরাল পাগলের দরবার থেকে চুরি, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ, মারামারি মামলায় মরদেহ পোড়ানোর ফুটেজ শনাক্তকৃত রাসেল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত পুলিশের উপর হামলা মামলায় ১৬জন ও দরবারে হামলা, ভাংচুর, লুটপাটের মামলায় ১১ জনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে। ৮জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানাগেছে, নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে নিহতের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০-৪০০০ জনকে আসামী করে গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের উপর হামলা, ভাংচুরের অভিযোগে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho