প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:১৮ পি.এম
হানিয়া দাওয়াত খান রাফসানের বাসায়, যেসব আইটেমে সাজানো ছিল

প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করেন অভিনেত্রী। তাছাড়া রাফসানের বাসায় দাওয়াতও খেয়েছিলেন হানিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।
হানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। ঢাকায় কাটানো এই সুন্দরীর কিছু মুহূর্ত নেটিজেনদের মাঝে ভাইরাল হয়।
এদিকে রাফসান তার ফেসবুকে শেয়ার করেছেন তার বাসায় হানিয়ার দাওয়াত খাওয়ার ভিডিও। পুরো সময়টাতে হানিয়ার মুখে হাসি লেগে ছিল।
সেই ভিডিওতে দেখা যায়, টেবিলে ছিল অনেক পদের খাবার। তার মধ্যে হানিয়াকে খেতে দেখা যায়, বিরিয়ানি, মাছ, চিকেন রোস্ট, শামি কাবাব, রসগোল্লা, জর্দাসহ আরও অনেক কিছু।
রাফসানের বাসার খাবার নিয়ে তার মাকে ধন্যবাদ জানান হানিয়া। তাছাড়া পাকিস্তানি এই অভিনেত্রীকে সব খাবারের প্রশংসা করতেও যায়।
প্রথমবারের মতো বাংলাদেশে আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফর করেন তিনি। বাংলাদেশ সফরকালে কয়েকটি আয়োজনে অংশ নেন এই তারকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho