
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৪ জনকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি আটক করে তারা।
ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন বলে জেলেরা জানিয়েছেন। আটক জেলেদেরসহ ট্রলার দুটি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকার দিয়ে নিয়ে যায় আরাকান আর্মি।
মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রক ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলে আটকের তথ্যটি নিশ্চিত করে ছবিসহ প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটটিতে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় আরাকান (রাখাইন স্টেট) কর্তৃপক্ষ তাদের আটক করেছে।
টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, মঙ্গলবার সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে বলে জেনেছি। এখনও আমাদের ঘাটের ট্রলারগুলোর বেশিরভাগ ফিরেনি, তাই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে আরাকান আর্মি দুটি ট্রলার আটক করেছে এ তথ্য সঠিক।
কায়ুখখালী ঘাটের আরেক ট্রলার মালিক মো. রফিক বলেন, আরাকান আর্মি এর আগেও বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করেছে। এখনও অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে। নতুন করে আবারও আমাদের ট্রলারগুলোতে হানা দিচ্ছে আরাকান আর্মি। এতে নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, একাধিক মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho