
দীর্ঘ ১৪ বছর পর ভারতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর দেশটিতে পা রাখবেন বিশ্বকাপজয়ী তারকা। সফরে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি এই চারটি শহর ভ্রমণ করার কথা রয়েছে তার। দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে তার।
সফরের খবর নিশ্চিত করে বৃ্হস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ভারত আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে অধীর আগ্রহী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho