প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৬:১৭ পি.এম
বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসিরপাড়া গ্রামে বাল্যবিবাহ পণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খবর পেয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন ওই গ্রামে গিয়ে বিয়ে বাড়িতে হাজির হন এবং চলমান বাল্যবিবাহটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, খাসিরপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। জাতীয় জরুরি সেবা ১০৯৮ এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের বিয়ে হলে কন্যাশিশুর জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। তাই যেকোনো অবস্থায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho