প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৬:২৫ পি.এম
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল।
দলের নেতৃত্ব দেন প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম (প্রফেসর ও বিভাগীয় প্রধান, নিউরোমেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ) এবং অধ্যাপক ডা. মো. গোলাম আজম (বিভাগীয় প্রধান, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বারডেম)। তাদের সঙ্গে আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ও সিরাজগঞ্জের কৃতিসন্তান চিকিৎসকরাও ছিলেন।
প্রতিনিধিরা হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত প্রায় ২০ একর জমি পরিদর্শন করেন। একই সফরে অংশ নেওয়া কয়েকজন উদ্যোক্তা সিরাজগঞ্জে একটি ফার্মাসিউটিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন।
সফরের অংশ হিসেবে ইকোনমিক জোন, বিদ্যুৎকেন্দ্র, সোলার প্ল্যান্ট ও বিসিক শিল্পপার্ক ঘুরে দেখা হয়।
প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “মানুষ যেন বিদেশে না গিয়ে দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবে।”
অধ্যাপক ডা. মো. গোলাম আজম বলেন, “চিকিৎসা খাতে বিনিয়োগ সময়োপযোগী উদ্যোগ। আধুনিক হাসপাতাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প গড়ে উঠলে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, দেশের বরেণ্য চিকিৎসক ও উদ্যোক্তাদের এ সফর জোনকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে সিরাজগঞ্জ একটি সমৃদ্ধ শিল্পাঞ্চলে পরিণত হবে, যেখানে কর্মসংস্থানের পাশাপাশি থাকবে বিশ্বমানের বিভিন্ন সুযোগ-সুবিধা।
প্রতিনিধি দলের চিকিৎসকরা ইকোনমিক জোনের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho