প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৯:১৬ পি.এম
ডিসি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আয়োজিত এই খেলায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার দর্শক খেলা উপভোগ করেন।
নির্ধারিত সময়ে ফাইনাল খেলায় দুই দল ২-২ গোলে সমতায় থাকে। পৌরসভার হয়ে ঢাকা মোহামেডানের খেলোয়াড় সৌরভ দেওয়ান দুটি গোল করেন। উল্লাপাড়ার হয়ে বিদেশি খেলোয়াড় হাসানদে একটি এবং স্থানীয় খেলোয়াড় শামীম একটি গোল করেন। নির্ধারিত সময়ে ফল না আসায় খেলা টাইব্রেকারে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দর্শকসমাগম ও আলোর স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। ফলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জুনায়েদ বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এবং জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho