প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১২ পি.এম
একটি দল ‘জান্নাতের টিকিট’ বিক্রি শুরু করেছে: সিরাজগঞ্জে রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি দল ‘জান্নাতের টিকিট’ বিক্রি শুরু করেছে। জান্নাত কে পাবে তা একমাত্র আল্লাহ জানেন, অন্যথায় দাবি করা শিরকের শামিল।
শনিবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমানা মাহমুদ বলেন, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এ ধরনের বক্তব্য শিরক। নামাজ, রোজা ও ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। জনগণকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে ওলামা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ওলামা দল শুধু বক্তব্যেই সীমাবদ্ধ নয়, কর্মের মাধ্যমেও তা প্রমাণ করে। এই দলে দুর্নীতির সুযোগ নেই। ভ্রান্ত ধারণা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার বিরুদ্ধে বিএনপির সবচেয়ে প্রয়োজন ওলামা দলকে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন ও কেন্দ্রীয় সদস্য কাজী মাওলানা মো. মশিউর রহমান।
আলোচনা সভা শেষে ভাসানী মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে এসএস রোড ঘুরে স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho