
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে জাকের পার্টির উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় ক্ষেতলাল থানা বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাকের পার্টি ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি মতিয়র রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জাকের পার্টির জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রসূল মজনু, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. এস.এম. মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু শরিফ, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী মিসেস নাজিরা বেগম, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি আবু ইউসুফসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত শাহ সূফী খাজাবাবা ফরিদপুরী (রহঃ)-এর জীবনাদর্শ তুলে ধরে শান্তি, ভ্রাতৃত্ব ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা নাদিম মাহমুদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ক্ষেতলাল পূর্ব বাজার থেকে শুরু হয়ে র্যালিটি থানা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho