প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৯:০২ পি.এম
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা

মারুফ বাবু,মোংলা প্রতিনিধিঃ
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভার আয়োজন করে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি। মাদকবিরোধী এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে গোটা এলাকা। বিভিন্ন এলাকা থেকে পুলিশকে মাদকের তথ্য দেয়ার পরও পুলিশ কোন ভূমিকা রাখছেনা। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারী চক্র। মাদকের কারণে বেড়েছে চুরি-ডাকাতি ও ছিনতাই। অহরহ দিনে দুপুরে বাড়ীঘর-দোকানপাটে চুরি হচ্ছে। মাদকে সমাজ নষ্টের পাশাপাশি পরিবারও ধ্বংস হচ্ছে। তাই যারা মাদক বেচাকেনা ও সেবনে জড়িত তাদের পরিবারকে বয়কট করতে হবে। মাদক নির্মুলে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম বলেন, এক একজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ীতে বিল্ডিং গড়ে তুলছে। গাড়ী-বাড়ী নিয়ে আলিশান চলাফেরা করছে। এ দেখেও অনেক লোভী মানুষও মাদক ব্যবসায় জড়াচ্ছে। তাই দিনকে দিন মাদকের কারবার বাড়ছে।
পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম'র সভাপতিত্ব মাদকবিরোধী এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho