প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৯:৩০ পি.এম
যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

যশোর অফিস
জাতি গঠনে শিক্ষকের অবদানকে শ্রদ্ধা জানাতে এবং তাঁদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে পুনরায় নজরুল ভবনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “শিক্ষক সমাজই জাতি গঠনের মূল ভিত্তি। তাঁদের জ্ঞান, পরিশ্রম ও নৈতিক নেতৃত্বের কারণেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করে। শিক্ষকদের প্রাপ্য সম্মান শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও নিশ্চিত করতে হবে।” তিনি শিক্ষার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিন’স কমিটির আহবায়ক ড. মো. কোরবান আলী, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন।
শোভাযাত্রা ও আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের শতাধিক দেশে এ দিবস পালনে নেতৃত্ব দিচ্ছে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর ৪০১টি সহযোগী সংগঠন। এ বছরের প্রতিপাদ্য “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho