প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৮:৩৭ পি.এম
গোয়ালন্দে “মা” ইলিশ নিধন বন্ধে নৌপুলিশের অভিযান, ৯ জেলে আটক

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে "মা” ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযানে কালে, পদ্মা নদীর কলাবাগান সহ একাধিক স্থান থেকে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও কোস্ট গার্ড।
বুধবার (৮ই অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি করছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রীনাথ শাহা।
আটককৃত'রা হলো, ফরিদপুর জেলাধীন নর্থ চ্যানেল ইউনিয়নের ৮নং ওয়ার্ড গুলজার ডাঙ্গি গ্রামের মোঃ রুহুল আমিন (৩৩), মোঃ ইসাক মোল্লা (৪০), মোঃ সালাম মোল্লা (৩৬), মোঃ চুরমান (৩২), মোঃ আলমগীর (৩০), মোঃ ফজল মোল্লা (৩৫), ওবাইদুর সরদার (৩০), এছাড়াও রাজবাড়ী জেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়া গ্রামের মোতালেব কাজি (৪৫),বাচ্চু সরদার(৩৫)। এসময় জেলেদের নিকট থেকে উদ্ধার করা হয়, প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্ত ১৮০০ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল।
এবিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শ্রীনাথ শাহা বলেন,গতাকাল রাতে অভিযান চালিয়ে ইলিশ সহ ৯ জেলেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় দান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া নৌপুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho