জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি ও দেশের কল্যাণে কাজ করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হানিফ, তথ্য কর্মকর্তা মোছা. হালিমা, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, মহিলা দলের নেত্রী আনারকলি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহ্বান জানান এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা বৃদ্ধি ও তাদের সম্ভাবনার সুষ্ঠু বিকাশে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho