প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৯:২৯ পি.এম
যশোরে চঞ্চল গাজী হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

যশোর অফিস
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের চঞ্চল গাজী হত্যাকাণ্ডে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের মা হাসিনা বেগম সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন, আর বিল্লাল হোসেন ও রূপালী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চঞ্চলের চুরি হওয়া ইজিবাইক নিয়ে রবিউলের সঙ্গে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে। গত ৯ অক্টোবর সকালে ডাকাতিয়া গ্রামে তর্কের একপর্যায়ে আসামিরা চঞ্চল ও তার পরিবারের ওপর দা দিয়ে হামলা চালায়। এতে চঞ্চল গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়,বিল্লাল একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho