
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা শাহী মসজিদ প্রাঙ্গণে চিশ্তীয়া তরিকতের এক ভক্তের বাৎসরিক ফাতেহা শরিফে ভক্ত-অনুসারীদের ঢল নামে।
শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ থেকে ৪৫ হাজার ভক্ত-অনুসারীর আগমন ঘটে। তাদের আপ্যায়নে রান্না করা হয় প্রায় ৮০ মন চাল ও ৫০ মন ডাল।
জানা যায়, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাশীমপুর গ্রামের চিশ্তীয়া তরিকতের অলিয়ে কামেল হযরত খাজা শাহ মওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতী আলহাক (রহ.) তরিকতের বাণী প্রচারের উদ্দেশ্যে জয়পুরহাটের কালাই উপজেলার গেগুনগ্রামে প্রথম আশ্তানা প্রতিষ্ঠা করেন। এ অঞ্চলে তরিকতের দাওয়াত প্রচারের সময় তিনি কালাই ও ক্ষেতলাল উপজেলায় চারটি মাদ্রাসা, ক্ষেতলালের হিন্দা কসবা গ্রামে একটি ঈদগাহ মাঠ এবং বাংলা ১৩৬৫ সালে তাঁর তত্ত্বাবধানে মুঘল স্থাপত্যের আদলে পাঁচ গম্বুজ বিশিষ্ট নান্দনিক হিন্দা শাহী মসজিদ নির্মাণ করেন।
তাঁর এক ভক্ত ও মুরিদ পাগল সিফাতুল্লাহ ১৯৯৩ সালে মৃত্যুবরণ করলে তাঁকে হিন্দা শাহী ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কোণে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর অনুষ্ঠিত ফাতেহা শরিফে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভক্ত-অনুসারী অংশ নেন। সকাল থেকেই এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ জানিয়ে প্রতিটি পরিবারে চলে বিশেষ আয়োজন। অনুষ্ঠানকে ঘিরে শতাধিক অস্থায়ী নানা পণ্যের দোকান বসে প্রসাধনী, খেলনা ও মিষ্টি । পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
দিনভর ভক্তদের জন্য খাবারের আয়োজন করে উদযাপন কমিটি। রাতে চিশ্তীয়া তরিকতের সিলসিলা মোতাবেক অনুষ্ঠিত হয় হালকায়ে জিকির ও দোয়া মাহফিল। শেষে উপস্থিত ভক্তদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho