প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৮:১৬ পি.এম
দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের দলটির মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবকল্যাণে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজাপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা রুহুল আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনায়েদ আহমেদ সবুজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। তিনি বলেন, আগামীর জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ আশা নিয়ে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা মজলিসে শূরা সদস্য মাওলানা আহসান হাবীব ও রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কুদ্দুস।
সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. রেজাউল করিম, শাকিল আহমেদ ও আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho