প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৯:১১ পি.এম
যশোর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী আশিকুর

যশোর অফিস
যশোর সদর - ৩ আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ট্রাক মার্কা থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে বাংলাদেশ গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভূমি ও ত্রাণ বিষয়ক সহ সম্পাদক এবিএম আশিকুর রহমান ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। রাজধানীর পল্টনে আল রাজি কমপ্লেক্সে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলটির সভাপতি ভিপি নুরুল হক নুর এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এই সময়ে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান,গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুরুল মোরশেদ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হোসেন পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণঅধিকার পরিষদের টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন।
যশোর জেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল সহ মনোনয়ন ফরম গ্রহণ ও জমাদনের সময় যশোর জেলার গনঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এর তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী এবিএম আশিকুর রহমান বলেন যশোর - ৩ আসনের জনগণের ভালোবাসা ও দোয়াই আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মের শক্তি এবং গণঅধিকার পরিষদের হাত ধরে যশোর সদর ৩ আসনের তথা ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি যশোর ৩ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho