
গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত ওই প্রেমিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।
আটককৃত যুবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের তিন বছরের প্রেম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা দুজন চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে যান। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
রাতে তারা একটি ফার্মেসিতে যান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সকালে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতি খারাপ দেখে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে রাস্তায় মেয়েটি মারা যান।
পরবর্তীতে অ্যাম্বুলেন্সচালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে গাড়ি ঘুরিয়ে আসামিদেরসহ মেয়েটির মরদেহ মির্জাপুর থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho