প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৮:৪৩ পি.এম
সাতক্ষীরা সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ১

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক
আজ (১২ অক্টোবর ২০২৫) আনুমানিক ১০ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বিনেরপোতা বাইপাস নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় গাঁজা-০১ কেজি, Teepdol ট্যাবলেট-১৯৯ পিস, Sildenafil ট্যাবলেট-৩০ পিস এবং ০১টি মোবাইল ফোন আটক করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ উত্তর দিকে বিনেরপোতা বাইপাস নামক স্থান দিয়ে ভারত হতে আনীত মাদকদ্রব্য পাটকেলঘাটা নামক স্থানে গমন করবে এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।
এ সময় আভিযানিকদল বিনেরপোতা বাইপাস হতে পাটকেলঘাটার দিকে গমনকালে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪), স্বামী-মোঃ আব্দুল আজিজ, গ্রাম-কাথন্ডা, ডাকঘর-বৈকারী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে হাতে ০১টি প্লাষ্টিকের ব্যাগসহ ইজিবাইক থেকে নামিয়ে ব্যাটালিয়ন সদরে আনা হয়। পরবর্তীতে মহিলা সৈনিক দিয়ে তল্লাশীকালে ব্যাগের মধ্য হতে ভারতীয় গাঁজা-০১ কেজি, Teepdol ট্যাবলেট-১৯৯ পিস এবং Sildenafil ট্যাবলেট-৩০ পিস আটক করে।
আসামীর নিকট হতে জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের সিজার মূল্য ১৮,৭৪০/- (আঠারো হাজার সাতশত চল্লিশ) টাকা।
উল্লেখ্য, আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন সাতক্ষীরা জেলার সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho