প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:০৮ পি.এম
শার্শার লিটন হত্যা মামলায় ৯ আসামি কারাগারে

যশোর অফিস
যশোরের শার্শার দূর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শার্শার দূর্গাপুর গ্রামের বাকা বাসুতুল্লাহর ছেলে গোলাম মোস্তফা, আলমগীরের ছেলে শামিম মিয়া, প্রবল মিয়া, মহসিন মিয়ার ছেলে রিপন হোসেন, আব্দুল আজিজের ছেলে হানিফ, আদম আলীর ছেলে আনার মিয়া, ছবেদ আলীল ছেলে আহম্মদ আলী, আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলমগীরের ছেলে আলী আজম জুয়েল।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যানের মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা এসে পূর্বশত্রুতার জের ধরে লিটনকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করায় আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা আজগর আলী বাদী হয়ে ১৬ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ওই ৯ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ায় গতকাল তারা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho