প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:১১ পি.এম
যশোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর শুভ উদ্বোধন

যশোর অফিস
সারা দেশের মতো যশোরেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন । রোববার (১২ অক্টোবর) সকালে যশোর কালেক্টরেট স্কুলের অডিটোরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন যশোর ডা. মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন ডা. মাসুদ রানা দড়াটানা মাদ্রাসা, বাদশা ফয়সল স্কুলসহ জেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,ডেপুটি সিভিল সার্জন ডা.মো.নাজমুস সাদিক ডা.মো.রেহেনেওয়াজ,মেডিকেল অফিসার; এবং ডা.সামিনা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত কার্যকর ও নিরাপদ। তারা জানান, টাইফয়েড টিকা সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত এবং ইসলাম ধর্মে টিকা গ্রহণ সম্পূর্ণভাবে বৈধ (জায়েজ)। অন্যান্য ধর্মেও এর বিরুদ্ধে কোনো নিষেধ নেই।
বক্তারা আরও বলেন,“রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অধিক বুদ্ধিদীপ্ত ও কল্যাণকর।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার সব টিকাকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শিশুদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ টাইফয়েডের ভয়াবহতা থেকে মুক্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho