প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১১:৫৯ এ.এম
বান্ধবীর ফেসবুকে কমেন্ট করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বান্ধবীর ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।
এ সময় তথ্য সংগ্রহকালে এক সাংবাদিকের প্রেস কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিক্ষুব্ধরা। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক লাঞ্ছনার ঘটনার ক্ষোভ ও প্রতিবাদ জানান জেলার গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) রাত ১০টার সময় পৌর শহরের বিভিন্ন স্থানে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন যাবত এক নারী বন্ধুকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ ও ছাত্রদল কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ওই বান্ধবীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট ও কমেন্ট করায় আজ (রোববার) রাতে তারা দুই পক্ষ মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ করে সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার তথ্য সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কালবেলার উপজেলা প্রতিনিধি বাদল হোসেনকে লাঞ্ছিত করেন এবং তার মোবাইল ফোন ও প্রেসকার্ড ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষেয় উপজেলার ছাত্রদলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
তবে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আমি এখনও বিস্তারিত জানতে পারিনি। এটা নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ক্ষমা করা হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খান জানান, মেয়ে বান্ধবীর ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় নয়জনের মতো আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho