প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১০:০৮ পি.এম
যশোরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর অফিস
যশোরে জেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় বালক ফুটবলে বাঘারপাড়ার পাইলট মাধ্যমিক চ্যাম্পিয়ন ও কেশবপুর পাইটল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালক কাবাডিতে বাঘারপাড়ার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
বালিকা কাবাডিতে ঝিকরগাছার অমৃতবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও যশোর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালক হ্যান্ডবলে যশোর মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালিকা হ্যান্ডবলে যশোর প্রগতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া সেবাসংঘ বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সোমবার প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষা সালাউদ্দিন দিলু।
এ সময় উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনন্দ মিত্র, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক রেজাউল ইসলাম, জি এম সেলিম, গোলাম কুদ্দুস সেখ, গাজী হুমায়ুন কবির, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho