প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৩১ এ.এম
আলোচিত স্কুলছাত্রী আনজুমের খুনির পক্ষে আইনজীবী নিয়োগে ক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
স্কুল পড়ুয়া ছাত্রীর রক্তের দাগ এখনো শুকায়নি, এরই মধ্যে আলোচিত স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেলের পক্ষে আদালতে জামিন আবেদনে সাধারণ মানুষের ক্ষোভ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের আলোচিত মেধাবী স্কুলছাত্রী আনজুম হত্যা মামলায় মাত্র চার মাস না যেতেই খুনি জুনেলের পক্ষে আদালতে জামিনের আবেদন করেছেন আইনজীবী দ্বীপক চন্দ্র ধর। সোমবার (১৩ই অক্টোবর) মৌলভীবাজার আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ’র খাস কামরায় এই জামিন আবেদন করা হয়।
আদালতে বাদিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম জামিনের বিরোধিতা করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠান।
ঘটনাটি মূহুর্তের মধ্যেই জানাজানি হতেই এলাকায় নিন্দার ঝড় বইতে শুরু করে। স্থানীয় প্রতিবাদকারী যুবক সুজেলসহ বেশ কয়েকজন বলেন, “আমাদের বোন আনজুমের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ একজন খুনির পক্ষে সামান্য টাকার লোভে উকিল দ্বীপক চন্দ্র ধর আদালতে দাঁড়ানো,এটা অকল্পনীয়।
তারা আরও বলেন খুনি জুনেলের ফাঁসির দাবিতে দ্রুত বিচারের নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং বলেন, এ ধরনের ঘৃণ্যিত অপরাধীর পক্ষে কোনোভাবে ন্যায্যতা দেখানো যায় না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho